আলহামদুলিল্লাহ।
২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে আমাদের এই প্রতিষ্ঠান ইউরোপের মুসলিম শিশু-কিশোরদের নৈতিক, ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্রান্সের মতো একটি বহুজাতিক সমাজে ইসলামী আদর্শে গড়া পরবর্তী প্রজন্ম গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জকে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।
আমাদের লক্ষ্য—শুধু একজন ভালো শিক্ষার্থী তৈরি করা নয়, বরং একজন আদর্শবান মানুষ, যিনি আলোকিত মন ও সুস্থ নৈতিকতাকে ধারণ করে সমাজ ও উম্মাহর সেবা করবেন।
বিশুদ্ধ কুরআন শিক্ষা, তাজবীদ, আরবি ভাষা ও ইসলামিক সায়েন্সের আধুনিক ও প্রামাণ্য পাঠক্রমের মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম গড়তে চাই, যারা জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমানভাবে সমৃদ্ধ হবে।
এই পথচলায় যারা আমাদের সহযোগিতা করেছেন—শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীগণ—তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশাবাদী, আগামী দিনে নিজস্ব ক্যাম্পাস, মসজিদ ও মুসলিম কবরস্থান প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
আসুন, আমরা সবাই মিলে আগামী দিনের জন্য এক নৈতিক, শিক্ষিত ও আত্মমর্যাদাসম্পন্ন মুসলিম প্রজন্ম গড়ার কাজে অংশ নিই।
والسلام
এম বদরুল ইসলাম বিন হারুন
Principal