1. admin@www.prabhat.online : MC Institute France :

Introduction

Notre association, Multicultural Association, a été créée en 2016 dans le but d’apporter un enseignement aux enfants et aux adultes, de bonne qualité et abordable. Nous enseignons la langue arabe, et également une éducation islamique. Jusque ce jour, nous enseignions dans des salles louées et ce système était très instable. Nous avons donc décidé d’acheter un bien pour pouvoir y établir notre association. Voici quelques photos de nos anciennes classes :

Pourquoi nous lançons un appel aux dons ?

Nous faisons appel à votre générosité afin que nous puissions finaliser l’achat d’un local, où nous y ferons des classes. Ce local se composera de plusieurs classes, pour les enfants et les adultes aussi.

Après ?

Une fois ce local acquis, nous y débuterons les travaux pour l’aménager en tant qu’établissement d’enseignement. Nous espérons pouvoir ouvrir nos portes et vous accueillir à partir de Septembre 2021 !

Si vous ne pouvez pas participer financièrement, partagez cette cagnotte autour de vous au maximum.

MERCI !

Pour toute information complémentaire, n’hésitez pas à contacter le président (également professeur) de l’association au 07.58.17.11.05.

ফ্রান্সে কালচারাল ও নৈতিক শিক্ষার এক অনন্য নমুনা।ইউরোপিয়ান মুসলিম শিশু কিশোরদের নৈতিক মেধাবিকাশে প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করেছে।
ধারাবাহিক কার্যক্রমের সাথে ইউরোপের শিশু কিশোরদের মধ্য থেকে আগামীর মুসলিম স্কলার, নৈতিকতায় উদ্ভাসিত নকীব তৈরির নিরন্তর সাধনা অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠানটি ‘মাল্টিকারচারাল এসোশিয়েশন ‘এর মাধ্যমে পরিচালিত।

কমিটি:

মাল্টিকারচারাল এসোশিয়েশন ফ্রান্সে ফরাসি সরকার অনুমোদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। যা ২০১৬ সাল থেকে ফ্রান্স সরকার কর্তৃক অনুমোদিত।একঝাক ইউরোপিয়ান বাংলাদেশি দক্ষ পরিচালনা কমিটি ও বিদগ্ধ ডিরেকটরগনের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।

একাডেমিক ক্যাম্পাস

মনোরম পরিবেশে,ফরাসি নীতি ও শিক্ষাব্যবস্থা পদ্ধতির অনুকরণে,আরবি বাংলা ইংরেজি ভাষা শিক্ষা এবং বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা,কোরানিক সায়েন্স শিক্ষার এক বহুমাত্রিক ক্যাম্পাস ২০১৮১৯ থেকে বাংলাদেশি অধ্যুষিত ফ্রান্সের সারসেলে প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষক ও শিক্ষাব্যবস্থা

বাংলাদেশ ও বহির্বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সনদপ্রাপ্ত স্কলারের তত্ত্বাবধানে এক দল একাডেমিক আলেম ও জেনারেল শিক্ষিতদের দ্বারা শিক্ষাদান ও প্রশিক্ষণ দেওয়া হয়।
বিশুদ্ধ কোরান শিক্ষার সাথে তাজবীদ জ্ঞান,কোরানিক সায়েন্স,আরবি ভাষা ও অন্যান্য ভাষার কোর্স আছে।
পাচ বছর মেয়াদি বিশেষ একাডেমিক কারিকূলাম রয়েছে।এই শিক্ষার শিক্ষার্থীরা সর্বোচ্চ সনদ পাবে যা বাংলাদেশের দাওরায়ে হাদিস/কামিল সমমানের হবে।চাইলে ইউরোপ ও ইন্টারন্যাশনাল যে কোন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে ভর্তি হয়ে একজন স্কালার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার রাস্তা পেতে সহায়ক ভূমিকা পালন করবে।
স্থায়ী ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান আছে।ইউরোপের যে কোন দেশের শিক্ষার্থীদের জন্য আমাদের ইন্সটিটিউট উন্মুক্ত রয়েছে।চাইলে শিক্ষার্থীরা যে কোন দেশ থেকে আমাদের ইন্সটিটিউট এ ভর্তি হতে পারবেন।

ভবিষ্যত পরিকল্পনা

আমারা চাই ফ্রান্সে একটি শক্তিশালী বাংলাদেশি ভবিষ্যত মুসলিম প্রজন্ম।যারা জাগতিক প্রতিষ্ঠার সাথে আধ্যাত্মিক উন্নতি ও মাল্টিকারচারাল জাতিগোষ্টির মধ্যে অনুপম আদর্শের দিশারী হতে পারে।
এজন্য চাই নিজস্ব একটি ক্যাম্পাস যাতে স্বাধীন ভাবে ফ্রান্স ও বাংলাদেশি কালচারের নিরলস চর্চা পরিচালনা অব্যাহত রাখতে সক্ষম হয়।একটি মসজিদ ও মুসলিম কবরিস্থান প্রতিষ্ঠা আমাদের একান্ত কামনা।

বর্তমান অবস্থা ও মানবিক কার্যক্রম

বর্তমানে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাস কার্যক্রম চলছে।সাথে বয়স্ক শিক্ষা কার্যক্রম ও অব্যাহত আছে।
আমরা ফ্রান্সে ও বাংলাদেশের মানবিক সহায়তা হাত বাড়িয়ে দেই।এ বছর কবিড ১৯ এ আমরা ফ্রান্সের অসহায়দের জন্য খাদ্য সামগ্রীর সরবরাহের ব্যবস্থা করেছি।
ফ্রান্সের বালাদেশি বহুপরিবার রয়েছেন যারা এখনো রেগুলার হতে পারেন নি।তাদেরকে আমরা সদা সাহায্যের জন্য প্রস্তুত রয়েছি।তাদের শিশু কিশোরদের জন্য ফ্রি ফারনিচার স্কলারের সুবন্দোবস্ত করেছি।এখনো যারা ফ্রান্সে বৈধ কাগজপত্র পান নি তাদের জন্য আমাদের বহুমুখী সহায়তা দানের পরিকল্পনা রয়েছে।

© All rights reserved
Web Design by: MS PRO Multi Services